চাঁদ দেখা কমিটির সভা বুধবার

প্রকাশ | ১১ মে ২০২১, ১৮:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল চাঁদ দেখা গেলে পরদিন বৃহস্পতিবার দেশে পালিত হবে ঈদুল ফিতর। চাঁদ না দেখে গেলে একদিন পিছিয়ে শুক্রবার পালিত হবে ঈদ। 

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​— ​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

(ঢাকাটাইমস/১১মে/আরকে/জেবি)