বুধবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

প্রকাশ | ১১ মে ২০২১, ১৯:৪২ | আপডেট: ১১ মে ২০২১, ১৯:৪৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদুল ফিতরের ছুটি একদিন পিছিয়ে দেওয়ায় কারণে আগামীকাল বুধবার  দেশের সব ব্যাংকের পাশাপাশি খোলা থাকবে পুঁজিবাজার। স্বাভাবিক নিয়মে ব্যাংক ও পুঁজিবাজারে চলবে  লেনদেন।

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি শুরু হয় সাধারনত ২৯ রমজানে। কিন্তু করোনার কারণে সরকার এবারের ঈদের ছুটি কমিছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার পযর্ন্ত খোলা থাকবে দেশের সকল ব্যাংক এবং দুই পুঁজিবাজার।

করোনা পরিস্থিতির কারণে বর্তমানে ব্যাংকগুলোতে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। পুঁজিবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। আগামীকাল বুধবারও একই সময়সূচী মেনে লেনদেন হবে ব্যাংক ও পুঁজিবাজারে।

(ঢাকাটাইমস/১১মে/এসআই)