গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ১২ মে ২০২১, ১০:২০ | প্রকাশিত : ১২ মে ২০২১, ০৯:২৯

গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার ভোরে গাজার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদি সেনারা। হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বহুতল ভবন ধ্বংস হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ৩৫ জন নিহতের মধ্যে দশ জন শিশুও রয়েছে। সোমবার আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিমান হামলা চালায় হামাস। তারপরই গাজায় ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। অপরদিকে হামাসের হামলায় অন্তত ৩ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

গত শুক্রবার থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কয়েকদিন ধরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি মসজিদের ভেতরেও টিয়ার মেল ও গ্রেনেড ছোড়ে ইহুদিবাদী সেনারা। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

আল আকসায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আল্টিমেটাম দেয় হামাস। সেই সময়ের পর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। এরপর গাজায় মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারও কয়েকশ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করেও কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে।

দুই পক্ষের সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আল আকসায় হামলায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে তিনি একাধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

জেরুজালেমে ইসরায়েলের হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসলেও তারা কোনো বিবৃতি দিতে পারেনি।

ঢাকাটাইমস/১২মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, শীর্ষনেতাসহ ২৯ মাওবাদী নিহত

ইরানের হামলার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইসরায়েলে হামলার পর পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ করে ইরান

২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর

ইসরায়েলের পাল্টা হামলার ঘোষণায় উদ্বিগ্ন ইরানিরা

সাইপ্রাসে পুলিশি অভিযানে পাঁচতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশি নিহত 

পাকিস্তানে ভারী বষর্ণ ও বজ্রপাতে নিহত ৩৯

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেনি ইসরায়েল ও তার মিত্ররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :