একঘন্টায় ডিএসইতে লেনদেন ৫২৭ কোটি টাকা

প্রকাশ | ১২ মে ২০২১, ১১:১০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার লেনদেন শুরুর পর থেকে প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৭১২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৭৭ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৫২৭ কোটি ৯০ লাখ চার হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪০টির। কমেছে ১২৮টির। অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৪টির। কমছে ৬২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ২৮ লাখ ২৬ হাজার ১৪১ টাকা।

(ঢাকাটাইমস/১২‌মে/এসআই)