গুগল ফটোজ ব্যবহারে গুনতে হবে টাকা

প্রকাশ | ১২ মে ২০২১, ১১:৫৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

এতদিন আনলিমিটেড গুগল ফটোজের স্টোরেজ ব্যবহার করা যেতো। কিন্তু এখন থেকে ১৫ জিবির পরে গুনতে হবে টাকা।

টেক জায়েন্ট গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে, পয়লা জুন থেকে শুধুমাত্র ১৫ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রিতে পাবেন গ্রাহকরা। তার বেশি হয়ে গেলেই টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে।

১৫ জিবি পেরিয়ে গেলে গুগলে ক্লাউডে ফটো সেভ করতে গেলে প্রতি মাসে প্রায় ২০০ টাকা দিতে হবে। 

পুরো বছরের সাবস্ক্রিপশন নিতে গেলে ১৫০০ টাকার বেশি দিতে হবে।

উল্লেখ্য, এই চার্জ কেবল নতুন ফটো-ভিডিও সেভ করার জন্য। অর্থাৎ আপনার পুরনো ফটো-ভিডিও আগের মতোই সেভড থাকবে। যদিও গুগল পিক্সেল  ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম হবে না। তারা আগের মতোই ফ্রি স্টোরেজ পাবেন।

(ঢাকাটাইমস/১২মে/এজেড)