টিপস

‘সিন’ না করে ইনস্টাগ্রাম মেসেজ পড়বেন যেভাবে

প্রকাশ | ১২ মে ২০২১, ১২:১৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ইনস্টাগ্রামে যেকোনো মেসেজ পড়লেই ‘সিন’ ট্যাগ লেগে যায়। আপনি যাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ পাঠিয়েছেন, দুজনেই মেসেজে 'সিন' ট্যাগ দেখতে পান। হোয়াটসঅ্যাপে এমনতর ফিচার বন্ধ করার অপশন থাকলেও, ইনস্টাগ্রামে নেই। তাই সহজ কারসাজি দিয়েই আপনাদের এই কাজ সেরে ফেলতে হবে। জেনে নিন, কীভাবে করবেন?

ইনস্টাগ্রাম অ্যাপ চালু করে ডিএম ওপেন করুন। এখানে আপনি সব ডিএম দেখতে পাবেন।  এবার আপনি স্মার্টফোনের ওয়াইফাই ও মোবাইল ডেটা বন্ধ করে সব ধরনের ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ করে দিন।

ইন্টারনেট কানেকশন বন্ধের পরে ইনস্টাগ্রাম ডিএম-এ ফিরে যান। ইন্টারনেট বন্ধ থাকার কারণে মেসেজে 'সিন' ট্যাগ যোগ হবে না।

যদিও ইন্টারনেট কানেকশন অন করলেই মেসেজে 'সিন' ট্যাগ যুক্ত হয়ে যাবে। তাই এই পদ্ধতিতে সাময়িক সময়ের জন্য এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

দীর্ঘমেয়াদী সমাধান 

-আপনি কোনও মেসেজ পড়ার আগে সেই ব্যক্তির প্রোফাইল ভিজিট করুন।
-প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে 'Restrict' অপশন সিলেক্ট করুন।
-এর ফলে ব্লক না করেও, সেই ব্যক্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার পোস্টে সেই ব্যক্তির কমেন্ট দেখা যাবে কী না, তা-ও নিয়ন্ত্রণ করা যাবে।
- এছাড়াও আপনি মেসেজ পড়লে, তা জানতে পারবেন না সেই ব্যক্তি।
-যদিও এর পর থেকে সেই ব্যক্তি মেসেজ করলে আপনি জানতে পারবেন না। তাই Restrict করার আগে ভালো করে ভাবনা চিন্তা করেই, তারপর সিদ্ধান্ত নিন।

(ঢাকাটাইমস/১২মে/এজেড)