আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

প্রকাশ | ১২ মে ২০২১, ১৩:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান।

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় তিন দিনে ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলার পাল্টা হিসেবে রকেট হামলা চালাচ্ছে হামাসও।

মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।

ঢাকাটাইমস/১২মে/টিএ/এমআর