হ্যাক হলো অ্যাপলের এয়ারট্যাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২১, ১৩:৪২

সম্প্রতি বাজারে আসে টেক জায়ান্ট অ্যাপলের নতুন ডিভাইস এয়ারট্যাগ। এটি একটি ট্র্যাকিং ডিভাইস। ডিভাইসটি হ্যাক হয়েছে। জার্মানির থমাস রোথ নামের এক সিকিউরিটি রিসার্চার এটি হ্যাক করে দেখিয়ে দিল অ্যাপলের সুরক্ষায় ঘাটতি আছে।

টুইটারে জার্মান সুরক্ষা গবেষক থমাস রোথ, স্ট্যাক স্ম্যাশিং নামেই প্রসিদ্ধ।

তিনি জানিয়েছেন, তিনি সফলভাবে অ্যাপল এয়ারট্যাগের মাইক্রোকন্ট্রোলার হ্যাক করেছেন।

বেশ কয়েকবার চেষ্টার পরে এয়ারট্যাগের মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিংয়ে পরিবর্তন করে, ফাংশন বদলানো সম্ভব হয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে শুরুতে অ্যাপলের এয়ারট্যাগের সঙ্গে একটি মডিফায়েড এনএফসি ইউআরএল দেখা গিয়েছিল। অর্থাৎ আইফোন ব্যবহার করে স্ক্যান করলে 'found.apple.com'-এর পরিবর্তে একটি কাস্টম ইউআরএল দেখাবে এই ডিভাইস।

যেহেতু 'Find My' সার্ভিসের মাধ্যমে AirTags কাজ করে, তাই মনে করা হচ্ছে সার্ভারে আপডেট করে এই সমস্যার সমাধান সম্ভব অ্যাপলের পক্ষে।

যদিও গবেষক জানিয়েছেন এয়ারট্যাগ হ্যাক করার জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান।

(ঢাকাটাইমস/১২মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :