প্রধানমন্ত্রী ঈদ উপহার পেলেন ফরিদপুর সদরের হতদরিদ্ররা

প্রকাশ | ১২ মে ২০২১, ১৪:০৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মহামারি করোনার এই দুর্যোগের সময় দরিদ্র, দুস্থ, ভাসমান, অস্বচ্ছল এবং কর্মহীর ১২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী দিলো ফরিদপুর সদর উপজেলা প্রশাসন।

বুধবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কোজি আলু, এক কেজি করে চিনি, সেমাই, তেল, চাল।

ফরিদপুর সদরের নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, করোনার এই আপদকালীন এ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১২টি ইউনিয়নের ১২০০ দরিদ্র, দুস্থ, ভাসমান, অস্বচ্ছল এবং কর্মহীর মানুষের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, এছাড়াও আমরা হটলাইনের মাধ্যমে যে কেউ খাদ্য সমস্যার কথা বললে দ্রুতই সেখানে খাবার নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের করোনায় আরো এক জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১৭২ জন। আর আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৩০ জন।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)