কেনিয়ায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা

প্রকাশ | ১২ মে ২০২১, ১৫:৫৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান কেনিয়াতে একটি কারখানা উদ্বোধন করবে। আগামী আগস্ট মাস থেকে সেখানে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটি এ তথ্য জানায়। এর আগে সংবাদপত্রে এ সম্পর্কিত খবর প্রকাশিত হয়।

কেনিয়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি শতভাগ মালিকানায় রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির কেনিয়ার নাইরোবিতে ওষুধ উৎপাদন ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে। সহযোগী কোম্পানিটি কেনিয়ান রেগুলেটরির আইন মেনে আগামী আগস্ট মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

(ঢাকাটাইমস/১২মে/এসআই)