মির্জাপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ১২ মে ২০২১, ১৬:২১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় শরিফুল ইসলাম (২৪) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধল্যা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শরিফুল ইসলাম দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া বটতলা গ্রামের শাহীনুর ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরে বসবাস করে বলে জানা গেছে। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মুন্সী জানান, ধল্যা বাইপাস থেকে জামুর্কী পর্যন্ত হোন্ডা মোবাইল ডিউটি করছিলেন তিনি। বেলা সোয়া ১২টার দিকে দেখতে পান মহাসড়কের ধল্যা বাইপাসের পরে পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তি সুমন নামে এক যুবকের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেক করছেন। এতে সন্দেহ হলে তিনি তার কাছে পরিচয় জানতে চান। এ সময় প্রতারক শরিফুল নিজেকে গাজীপুর পুলিশ লাইনের সদস্য বলে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে পুলিশের কোন সদস্য না। প্রতারণার উদ্দেশে পুলিশের পোশাক পরে মোটরসাইকেলের কাগজপত্র দেখছিলেন। পরে তাকে আটক করে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ না হয়ে পুলিশের পোশাক পড়ে প্রতারণার অভিযোগে দুইটি ধারায় তার নামে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)