বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রকাশ | ১২ মে ২০২১, ১৯:০৭ | আপডেট: ১২ মে ২০২১, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার দেশে পালিত হবে ঈদুল ফিতর। চাঁদ না দেখা গেলে একদিন পিছিয়ে শুক্রবার পালিত হবে ঈদ।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​— ​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

(ঢাকাটাইমস/১২মে/জেবি)