দিনাজপুরে কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২১, ১০:১৮

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের কয়েকটি স্থানে ঈদুল ফিতর উৎযাপন করছে প্রায় ৫ শতাধিক পরিবার।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ (পার্টি সেন্টার) একটি কমিউনিটি সেন্টারে নারী-পুরুষসহ তিন শতাধিক মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নেয়। জামাতে ইমামতি করেন ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মো.সাইফুল্ল্যা।

এছাড়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার বালান্দরপুর, কামদেবপুর কাজীপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ এবং গড়েয়াসহ আরও কয়েকটি স্থানে সীমিত সংখ্যক মুসল্লি পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৭ সাল থেকে দিনাজপুরের কয়েকটি স্থানে রোজা, তারাবির নামাজ আদায়সহ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার করে আসছে কিছু সংখ্যক মুসলমান। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করেন তারা।

ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :