এভ্রিলের থ্রিলার ওয়েব ফিল্ম ‘ডার্ক লাভ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২১, ১২:২৫

ঢাকা শহরের টপ লেভেলের ডন এবং তাদের অন্ধকার সাম্রাজ্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার ধাচের একটি ওয়েব ফিল্ম। শিরোনাম ‘ডার্ক লাভ’। স্বদেশ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবুল হুসাইন মাহমুদ।

‘ডার্ক লাভ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন জাহিদ, জান্নাতুল নাইম এভ্রিল, আসাদুজ্জামান আসাদ, হারুন রশিদ, শিশুশিল্পী শরিফুলসহ অনেকে। ঈদের চতুর্থ দিন স্বদেশ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে এই ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হবে।

সিনেমাটি সম্পর্কে পরিচালক আবুল হুসাইন মজুমদার বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সিনেমাটিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা যুক্ত করতে। সেই সঙ্গে গল্পের সাসপেন্স তো আছেই। আশা করি, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারবে।’

ফিল্মটির মুক্তির উপলক্ষে এরইমধ্যে স্বদেশ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এটির ৫৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার। যেটি বেশ প্রশংসিত হয়েছে। ওয়েব ফিল্মটিতে একটি গান রয়েছে। সেটিতে কণ্ঠ দিয়েছেন মিরাজ তুষার ও কোনাল।

নির্মাতা জানান, ‘আমরা ঢাকার দুয়ারিপাড়া বস্তিতে শুটিং করেছি। শুটিং চলাকালীন হিরোর লুক দেখে কেউ তাকে চিনতে পারেনি। এভ্রিলকে দেখার জন্য মানুষের ভিড়ের জন্য শুটিং ভালো মত করতে পারি নাই।’

এভ্রিল বলেন, ‘এটা আবুল হুসাইন মজুমদার ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তিনি দুর্দান্ত লেভেলের কনফিডেন্স নিয়ে কাজ করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, কী চাচ্ছেন সেটা তিনি ক্লিয়ার করে দেন। এখানে আমার চরিত্র আমি একজন স্কুল টিচার। স্টুডেন্টরা আমাকে পছন্দ করে। বাকিটা বলা যাবে না।’

ঢাকাটাইমস/১৩মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :