২১ দিনে ৩৯ হাজারের বেশি আসামির জামিন

প্রকাশ | ১৩ মে ২০২১, ১৩:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ২১ কার্যদিবসে সারাদেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৭৩ হাজার ৩৬৫টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ৩৯ হাজার ৪১৮ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, গতকাল বুধবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৫ হাজার ৫২২টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ২ হাজার ৪১৮ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন। সবমিলিয়ে ২১ কার্যদিবসে ৩৯ হাজার ৪১৮ জন জামিন পেয়েছেন।

এছাড়া ২১ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৫২৯ শিশু জামিন পেয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত বছরের ন্যায় চলতি বছরের ৫ এপ্রিল থেকে ভার্চুয়ালি মামলা পরিচালনা করছেন বিচারক-আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

করোনাকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ২১ জন বিচারপতি ও নিম্ন আদালতের ২৩১ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন বিচারকের মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/১৩মে/এএমআই/এমআর