যে ৫ স্মার্টওয়াচে শরীরের অক্সিজেন লেভেল জানা যায়

প্রকাশ | ১৩ মে ২০২১, ১৩:৩৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

করোনায় আক্রান্ত হলে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। ফলে শরীরের অক্সিজেন লেভেল কমে যায়। এই অবস্থায় চিকিৎসকরা বাড়িতে অক্সিমিটার রাখার পরামর্শ দিচ্ছেন। যদি তা না থাকে, বিশেষজ্ঞরা বলছেন স্মার্টওয়াচ বা স্মার্টব্য়ান্ড দিয়েও প্রাথমিক পর্যায়ে কাজ চলতে পারে। বর্তমানে প্রায় সমস্ত স্মার্টওয়াচ বা স্মার্টব্য়ান্ডেই  এসপিও২ সিস্টেম থাকে। এর সাহায্য়েও রক্তে অক্সিজেনের মাত্রা মাপা সম্ভব।

পকেটসাধ্য় দামে এমনই ৫টি স্মার্টওয়াচ ও স্মার্টব্য়ান্ডের খোঁজ রইল,যা অক্সিমিটারেরও কাজ করবে ।

অ্যামাজফিট বিপ ইউ প্রো

অ্যামাজফিট বিপ ইউ প্রো স্মার্টওয়াচ দিয়ে শরীরে অক্সিজেন লেভেল পরিমাপ করা যায়।  এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চি চওড়া এইচডি টিএফটি-এলসিডি কালার ডিসপ্লে, ২৪ ঘণ্টার হার্ট মনিটরিং সেন্সর, এসপিও২ মনিটর।

অ্যামাজফিট জিটিএস ২ মিনি

অ্যামাজফিট জিটিএস ২ মিনি স্মার্টওয়াচে রয়েছে ২৪ ঘণ্টার হার্টরেট ট্র্যাকিং সিস্টেম, স্লিপ কোয়ালিটি মনিটরিং সিস্টেম, স্ট্রেস লেভেল মনিটরিং সিস্টেম। এতে রয়েছে এসপিও২ মনিটরিং সিস্টেম।

কালার ফিট প্রো ৩

এই  ডিভাইসে রয়েছে, হার্টরেট মনিটর, রক্তে অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম, স্ট্রেস মনিটরিং সিস্টেম।

রিয়েলমি ওয়াচ এস

গোলাকৃতি ডায়ালের এই স্মার্টওয়াচে রয়েছে হার্টরেট মনিটর, রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম । নির্মাতা সংস্থার দাবি একবার চার্জ দিলে ১৫ দিন চলবে এই স্মার্টওয়াচ। 

জিকিউ ও২ স্মার্টওয়াট
 
এতে রয়েছে শরীরের উষ্ণতা মাপার সিস্টেম, হার্টরেট মনিটর, রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং সিস্টেম।

(ঢাকাটাইমস/১৩মে/এজেড)