কবিতা: ঈদের বার্তা

মুহাম্মদ তাজুল ইসলাম
 | প্রকাশিত : ১৩ মে ২০২১, ১৪:১৭

বেজায় খুশি ঈদ এলে ভাই

মন ছুটে যায় নাড়ির টানে

সকল বাধা পেরিয়ে তাই

ছুটছি সবাই বাড়ির পানে।

সবার সাথে ভাগাভাগি আর

বিলাবো ঈদের খুশি

মিটাবো মোদের রাগারাগি শুধু

হোক না তা যতই বেশি।

নতুন জামা পরবো নিজে

গরিব দুঃখীর সাথে

আপনা জীবন বিলিয়ে কাজে

সু্খ, সার্থকতা তাতে।

ছোট্ট বেলায় বাবার সাথে

হাত ধরে যেতাম ঈদের মাঠে

বোনের সেলামি আগের রাতে

খরচ হতো ঐ ঈদের হাটে।

নামাজ পড়ে মুসলিম ভাই ভাই

ঈদগাহে হতো কোলাকুলি

সকল বিভেদ ভুলতাম সেথায়

ঐক্য আর সাম্যের কথা বলি।

রোযার শিক্ষা বছর ধরে তবো

সংযমের ঐ জীবন গড়ি

শান্তি পাবো মরনেরও পরে

সত্য ন্যায়ের বাহনে চড়ি।

জানিনা পাবো কি আগামী ঈদ,

এই ভেবে করি মোদের প্রতিটি কাজ;

ভালো কাজে জীবন বিলিয়ে দিব্যি

বিধাতাকে হতে দেবো না নারাজ।

লেখক: মুহাম্মদ তাজুল ইসলাম, কবি ও কলামিস্ট

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :