ভোলার ১০ গ্রামে আগাম ঈদ উদযাপন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২১, ১৬:২৮

সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় আগাম ঈদুল ফিতর পালন করছেন ১০ গ্রামের প্রায় তিন হাজার মুসল্লি। বৃহস্পতিবার সকালে এ ১০টি গ্রামে পৃথক পৃথকভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সুরেশ্বর দরবার ও সাতকানিয়া মির্জাখিল দরবারের অনুসারী ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০ গ্রামের প্রায় ৩ হাজার মানুষ এ ঈদুল ফিতর উদযাপন করেন।

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ির দরজার জামে মসজিদের সভাপতি মাসুদ পারভেজ রহিম জানান, বুধবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে- তাই তারা সৌদি আরবের সাথে মিল রেখে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাদের ওই মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা।

তিনি আরো জানান, তারা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

এর আগে গত ১৩ এপ্রিল মঙ্গলবার সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন তারা।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :