শত মাইল পাড়ি দিয়েও ঈদ করতে পারলেন না মিজানুর

প্রকাশ | ১৩ মে ২০২১, ১৬:৪৬ | আপডেট: ১৩ মে ২০২১, ১৮:১৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের ভাঙ্গায় এশিয়ান এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার আইল্যান্ডের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলচালক মিজানুর রহমান বাবুল (৫৫)। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় শত মাইল মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামের অদুরে এসে এ দুর্ঘটনার শিকার হন মিজানুর রহমান বাবলু (৫৫) নামে ওই ব্যক্তি। তিনি ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বরদিয়া গ্রামের মৃত আ. মালেক মাতুব্বরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্দীপন সমাজকল্যাণ সংস্থা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান বাবলু।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ব্রাহ্মণবাড়িয়া কর্মস্থল থেকে নিজ বাড়ি ভাঙ্গায় মোটরসাইকেলযোগে আসছিলেন মিজানুর রহমান। এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে এসে আইল্যান্ডের সাথে বেঁধে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই তৌহিদুর রহমান বুলবুল জানান, ঈদুল ফিতরের ছুটিতে মিজানুর কর্মস্থল হতে গ্রামের বাড়ি ফিরছিলেন। যানজটের আশঙ্কায় তিনি প্রাইভেটকারের বদলে মোটরসাইকেলযোগে রওনা হন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত মিজানুরের পরিবারের অনুরোধে বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)