মাইক্রোবাসে আগুন, অল্পে বেঁচে গেলেন পাঁচ যাত্রী

প্রকাশ | ১৩ মে ২০২১, ১৯:২২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার পরও অল্পের জন্য বেঁচে গেলেন মাইক্রোবাসে থাকা শিশুসহ পাঁচজন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মধুপুর ফায়ার ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস মধুপুর বাসস্ট্যান্ড আসার পরই চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। এতে আগুন লাগার পরপরই মাইক্রোরচালক পালিয়ে গেছে। মাইক্রোটির মালিকের নাম আসাদুজ্জামান। মাইক্রোটিতে দুই শিশুসহ পাঁচজন যাত্রী ছিল।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশনে অফিসার দেলোয়ার হোসেন জানান, মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি মাইক্রোতে আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মাইক্রোতে থাকা যাত্রীদের মালামাল উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোরচালককে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)