সাশ্রয়ী দামে ৫জি ফোন আনছে স্যামসাং

প্রকাশ | ১৪ মে ২০২১, ১০:১২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সাশ্রয়ী দামে নতুন ৫জি স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ২২এস। গুগল প্লে কনসোলে আসন্ন নতুন ফোনের মডেল নম্বরের সঙ্গে হার্ডওয়্যার  সম্পর্কিত বিষয়গুলো প্রকাশ হয়েছে। ফোনটিতে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে।

নতুন স্মার্টফোনের চিবুকটি যথেষ্ট ঘন থাকলেও বেজেলগুলো পাতলা রাখা হয়েছে। এছাড়া স্যামসাং তাদের আসন্ন স্মার্টফোনের পিছনে ওপরের বাম দিকে একটি বর্গাকার ক্যামেরা মডিউল রেখেছে, যা ফোনটির চেহারাকে আরও সুন্দর করে তোলে।

ফোনটিতে ডায়মেনসিটি ৭০০ মডেলের চিপসেট থাকছে। এতে অক্টাকোর মিডিয়াটেক ৫জি প্রসেসর ও মালি জি৫৭ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহৃত হবে। এর র‌্যাম ৪ জিবি।

স্টোরেজের জন্য আসন্ন স্মার্টফোনে একাধিক র‍্যাম এবং স্টোরেজের বিকল্পেও মিলতে পারে। তবে এই বিষয়ে সংস্থার তরফে ঘোষণার অপেক্ষা করতে হবে নিশ্চিত হওয়ার জন্য।

ফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। 

(ঢাকাটাইমস/১৪মে/এজেড)