নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়েছে ৪.৬৮ ভাগ

প্রকাশ | ১৪ মে ২০২১, ১৫:৪৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ১৮ দশমিক ৯৭ শতাংশ, যা বৃহস্পতিবারের তুলনায় ৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। জেলায় মোট আক্রান্তে সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৬১ জন।

শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত ৭ হাজার ৯৬১ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮৪৭ জন আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ৩১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোন মৃত্যু নেই। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৫ জন।

(ঢাকাটাইমস/১৪মে/এলএ)