ঈদে ভোলার পর্যটনকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

প্রকাশ | ১৪ মে ২০২১, ১৯:০১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাকালে ঈদকে ঘিরে ভোলার পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। লোক সমাগমে সামাজিক দূরত্ব তো দূরের কথা- স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকেই। শুক্রবার বিকালে ভোলার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যটন এলাকায় গিয়ে দেখা গেছে, শত শত মোটরসাইকেল, রিকশা, মাইক্রোবাসে করে দর্শনার্থীরা আসছেন। কারো মুখেই মাক্স নেই। পুরো বেতুয়া এলাকায় হাজার হাজার লোকের সমাগম। কেউ মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটে ঘুরছেন, আবার কেউ উপরে দাঁড়িয়েই নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। দেখলে মনে হবে- এখানে করোনা বলতে কিছু নেই। ছোট ছোট বাচ্চাদের নিয়েও অনেকেই ঘুরতে এসেছেন। কারো মুখেই মাস্ক নেই।
ঘুরতে আসা কয়েকজন জানান, গ্রামে কোনো করোনা নেই। ঈদের দিন তারা বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে একটু ঘুরতে এসেছেন। এতে কোনো সমস্যা নেই।
একই চিত্র চরফ্যাশন জ্যাকব টাওয়ার ও শেখ রাসের শিশু পার্ক এলাকায়। সেখানেও অসংখ্য লোকের সমাগম। তবে টাওয়ারে উঠা ও পার্কে প্রবেশ বন্ধ থাকায় অনেকে হতাশাও প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৪মে/এলএ)