অনলাইনে মাউথওয়াশ অর্ডার করে পেলেন স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২১, ১৪:৩৩ | প্রকাশিত : ১৫ মে ২০২১, ০৯:৩০

অনলাইনে মাউথওয়াশ অর্ডার করে পেলেন স্মার্টফোন। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির বাসিন্দা লোকেশ দাগা সম্প্রতি আমাজন ইন্ডিয়াতে মাউথওয়াশ অর্ডার করেছিলেন কিন্তু পরিবর্তে তিনি রেডমি নোট ১০ পেয়েছেন।

পুরো ঘটনাটি তিনি টুইটারে প্রকাশ করেছেন। টুইটে ছবি দিয়ে তিনি এও লেখেন, মাউথওয়াশ অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি ফেরত দিতেও পারছেন না।

আরেকটি টুইটে তিনি বিল সংক্রান্ত একটি সমস্যাও সামনে আনেন। প্যাকেজে তাঁর নাম থাকলেও বিলে অন্য কারও নাম রয়েছে বলে দাবি তার।

ঘটনা প্রকাশ্যে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছেন, স্থানীয় দোকান থেকে মাউথওয়াশ কিনে নিয়ে ভুলবশত পাওয়া রেডমি নোট ১০ তার নিজের কাছে রেখে দিতে। আবার অনেকেই তার সততার প্রশংসা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা