৫জি নেটওয়ার্ক থেকে ভারতে করোনা সংক্রমণের গুজব

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২১, ০৯:৫৭

৫জি নেটওয়ার্ক থেকেই ভারতে করোনা ছড়াচ্ছে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর ছড়িয়ে পড়ছে। যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্য়ে তৈরি হয়েছে আতঙ্ক। এই অবস্থায় মুখ খুলল দেশটির কেন্দ্রীয় সংস্থা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন।

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন জানিয়েছে , এই ধরনের খবর সম্পূর্ণ ভ্রান্ত এবং গুজব। মানুষকে বিভ্রান্ত করার জন্য়ই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। করোনা সংক্রমণের সঙ্গে ৫জি নেটওয়ার্কের কোনও সম্পর্ক নেই।

প্রতিষ্ঠানটির দাবি, মোবাইল টাওয়ার থেকে সাধারণত নন-আয়োনাইজিং রেডিও ফ্রিকোয়েন্সি বের হয়। যা মানুষের শরীরে এবং কোনও জীবিত কোশের ক্ষতি করে না।

ইতিমধ্য়ে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ৫জি নেটওয়ার্কের ট্রায়াল শুরুর অনুমতি দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন।

(ঢাকাটাইমস/১৫মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :