নাচোলে সকালে সড়কে প্রাণ গেল তিন শ্রমিকের

প্রকাশ | ১৫ মে ২০২১, ১০:৩৩ | আপডেট: ১৫ মে ২০২১, ১০:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ধানসুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আড্ডা এলাকা থেকে ধান কেটে একটি ট্রাকে করে নাচোলে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। উপজেলার ধানসুরা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির ওপরে থাকা তিন শ্রমিক যানটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৬ শ্রমিক। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার-সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হতাহতরা সবাই গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন।

ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এমআর