২৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

প্রকাশ | ১৫ মে ২০২১, ১১:৫১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ২৬ মে। এটি 'টোটাল লুনার এক্লিপস' বা 'পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ' হতে চলেছে। এই দিন পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছায়া এলাকা দিয়েই অগ্রসর হবে চাঁদ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে 'ব্লাড মুন'- ও বলা হয়। কারণ গ্রহণ চলাকালীন চাঁদকে লালচে কমলা রঙের এবং বেশ বড় আকারে দেখা যায়। সেই কারণেই বলা হয় 'ব্লাড মুন'।

বাংলাদেশ সময় দুপুর ২ টা ৪৭ মিনিটি চন্দ্রগ্রহণ শুরু হবে। শেষহবে সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে। তবে চূড়ান্ত গ্রহণের সময় ১৪ মিনিট থাকবে।

এই চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাবে।

অন্যান্য দিনের তুলনায় এই দিন চাঁদের রঙ ও আকার-আয়তনেও ফারাক পাওয়া যাবে। 

(ঢাকাটাইমস/১৫মে/এজেড)