লঙ্কানদের বিপক্ষে পছন্দের তিনেই খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২১, ১২:২৫ | প্রকাশিত : ১৫ মে ২০২১, ১২:১১

ওয়ানডে ক্যারিয়ারে দেশের হয়ে বিভিন্ন পজিশনে ব্যাট করলেও তিন নম্বরে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নিজের পছন্দের তিন নম্বর পজিশনেই তাকে ব্যাট করতে দেয়া হবে বলে জানান দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিষেধাজ্ঞার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম মাঠে নামে টাইগার অলরাউন্ডার। এই সিরিজে শান্তকে তিনে খেলানো হয়। চারে ছিলেন সাকিব। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত। তিন ম্যাচে মাত্র ১২ গড়ে ৩৮ রান তুলতে সক্ষম হয়েছেন তিনি।

শান্তর ব্যর্থতায় এবার সাকিবকে তার আগের জায়গায় ফেরাতে চাচ্ছে দল। এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নান্নু জানিয়েছেন, ‘সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে (আসন্ন সিরিজে) তিন নম্বরে ব্যাটিং করবে। সেটা তার জন্য সেরা জায়গা। সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। তাই আমরা মনে করেছি আমাদের তাকে সুযোগটা দেওয়া উচিত।’

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন। খেলা হয়নি দ্বিতীয় ম্যাচে। এরপর স্ত্রী-সন্তানদের সময় দিতে এবং আইপিএল খেলার জন্য ছুটি নেন তিনি। এ কারণে ছিলেন না নিউজিল্যান্ড সফরে।

কিউইদের বিপক্ষে সিরিজে তিনে সৌম্য সরকারকে দিয়ে চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তিনিও হতাশ করেছেন। এজন্য আবার সাকিবেই আস্থা রাখছে বোর্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর ছুটি কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরছেন সাকিব। ফিরেই পছন্দের জায়গাটি বুঝে পাচ্ছেন তিনি।

তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজে সাকিবকে খেলানো হয়েছিল চার নম্বরে। এই পজিশনেও দুর্দান্ত ছিলেন তিনি। ২ সেঞ্চুরি, ৫ ফিফটির সাহায্যে ঈর্ষণীয় ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

(ঢাকাটাকাইমস/১৫মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :