নরসিংদীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২১, ২২:৪৫ | প্রকাশিত : ১৫ মে ২০২১, ২২:১৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ উল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহত ফায়েজ উল্লাহ মাঝেরচর গ্রামের জরুন মিয়ার ছেলে। সংঘর্ষে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মাঝেরচর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ বাঁধে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী বলছে, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম মিয়ার সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হযরত আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ঈদের পর চলমান বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও কথা কাটাকাটির জেরে বেলা ১১টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে মোসলেম মিয়ার সমর্থকদের টেঁটার আঘাতে ফায়েজ উল্লাহ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু সাইদ মো. ফারুক জানান, ফায়েজ উল্লাহ নামে টেঁটাবিদ্ধ একজন নিয়ে আসা হয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হক শাহ মিয়া (৫০), আসাদ মিয়া, বিল্লাল মিয়া, মস্তো মিয়াসহ টেঁটাবিদ্ধ তিনজনকে মুর্মূষু অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :