বাহরাইনে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

প্রকাশ | ১৬ মে ২০২১, ১৪:১৪ | আপডেট: ১৬ মে ২০২১, ১৫:৪৯

মো. স্বপন মজুমদার, ঢাকাটাইমস

বাহরাইনে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের ছুটিতে দেশটির জল্লাখ এলাকায় ঘুরে মাইক্রোবাসে করে রাজধানী মানামা ফেরার পথে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজিকান্দি গ্রামের মুজিবুর রহমান মাতব্বরের ছেলে সুজন মাতব্বর, অপরজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দীনের ছেলে কে এম রুহুল রাব্বি। নিহত অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহত ব্যক্তির নাম মো. রুবেল। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে। তাকে দেশটির বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নিহত তিনজনের মরদেহ সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এমআর