পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ডিএসইর এক্সসূচক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০২১, ১৪:৩০ | প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৪:২২

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারের লেনদেনের পাশাপাশি বেড়েছে সবগুলো সূচক। এদিন দেশের উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ স্থানে অবস্থান করছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৭ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯২টির। কমেছে ৬৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮১৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯২ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৫৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৮ পয়েন্টে। সিএসআই আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫০ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৬মে/এসআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :