খাওয়া যাবে না রেস্তোরাঁয় বসে

প্রকাশ | ১৬ মে ২০২১, ১৬:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে চলমান বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি থাকলেও সেখানে বসে খাওয়ার সুযোগ থাকবে না।

এ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে।

রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান বিধিনিষেধ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিসেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

(ঢাকাটাইমস/১৬মে/জেবি)