সিরাজগঞ্জে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস

প্রকাশ | ১৬ মে ২০২১, ১৭:৩৮

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে রবিবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু করছিল। দুপুর থেকে ঘুরিয়ে দেওয়া দেওয়া হয় এসব বাস।

বিষয়টি কড্ডা থেকে নিশ্চিত করেছেন ট্রাফিক পরিদর্শক আব্দুল গণি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী।

অন্যদিকে হাজারো ঢাকামুখী যাত্রী নিরুপায় হয়ে বৃষ্টিতে কড্ডা এলাকার আশেপাশের দোকান, মার্কেটসহ যেখানে পারছেন দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন।

এদিকে ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ অন্যান্য যান চলাচল করায় বাস শ্রমিকরা গাড়ি চালানোর দাবিতে কড্ডা এলাকায় আন্দোলন করলেও এখন পর্যন্ত বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়নি। তবে নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পরিদর্শক আব্দুল গণি।

দুপুর ৪টা পর্যন্ত সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় দেখা গেছে, দূরপাল্লার সকল বাস ঘুড়িয়ে দেওয়া হলে গাড়ির চাপ কম। ফলে কোনো যানজট নেই। তবে অসংখ্য দূরপাল্লার বাস ফেরত গেলেও যানজটের বিষয়টি মাথায় রেখে এবং অনুমতি পাওয়া যেতে পারে এমন আশায় ঢাকাগামী কিছু বাস সিরাজগঞ্জ শহরমুখী হয়ে রাস্তার ধার দিয়ে অপেক্ষা করছেন। এবং উত্তরবঙ্গগামী বাসগুলো আবার ঢাকামুখী ফিরে যাচ্ছে ও কেউ কেউ দূরে গিয়ে অপেক্ষা করছে।

এদিকে টাঙ্গাইল ও চন্দ্রা এলাকা থেকেও অনেক দূরপাল্লার বাস ফেরত আসছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬মে/পিএল)