দুধকুমার নদে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৬ মে ২০২১, ১৮:৩৬

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

দুধকুমার নদের ভাঙন রোধ, তীর রক্ষা, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভাঙনকবলিত বাগবাড়ি গফুরের ঘাট এলাকায় নদী ভাঙনের শিকার শতশত মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু, তিলাই ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার, আজাদ খান ভাসানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ করে ভাঙনকবলিত মানুষদের বসতভিটাসহ আবাদি জমি রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান।
(ঢাকাটাইমস/১৬মে/এলএ)