ঘর পাচ্ছেন ভূমিহীন বৃদ্ধা সুরুজা বিবি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২১, ১৩:৪৫

মৌলভীবাজারের বড়লেখার ভূমিহীন সেই বৃদ্ধা সুরুজা বিবিকে ঘর দেবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা।

এর আগে ‘ঈদের পর ছাড়তে হবে বাড়ি, ঘুম নেই ভূমিহীন বৃদ্ধার’ এই শিরোনামে গত ১১ মে দৈনিক ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দৃষ্টিতে আসে সহকারী কমিশনারের।

পরে বুধবার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা বৃদ্ধা সুরুজা বিবির বাড়িতে হাজির হন। এসময় তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের দুই প্যাকেট খাদ্যসামগ্রী ও নিজের ব্যক্তিগত উদ্যোগে ঈদের উপহার হিসেবে একটি শাড়ি। এছাড়া তিনি মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুরজবা বিবি ও তার ছেলে আব্দুল মান্নানকে দুটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।

সুরুজা বিবি জানান, তার স্বামী একজন দিনমজুর ছিলেন। স্বাধীনতা যুদ্ধের আগে এই এলাকায় এসেছিলেন। এরপর থেকে এই গ্রামেই বাস। পরিবারের অসচ্ছলতায় কোনো বাড়ি করতে পারেননি তারা। মানুষের বাড়ি বাড়ি থাকতে হয়েছে। বর্তমানে আছেন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করমপুর গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের বাড়িতে। তিনিও জানিয়ে দিয়েছেন ঈদের পর বাড়ি ছাড়তে হবে। এমন অবস্থায় কোথায় যাবেন, কার বাড়িতে উঠবেন, কোথায় হবে নতুন ঠিকানা ভেবে কূল পাচ্ছিলেন না।

তিনি বলেন, ‘সাংবাদিকরা নিউজ করায় আমি সরকারি ঘর পাব এখন। এসিল্যান্ড খাবার, শাড়ি নিয়ে এসেছেন। খুব ভালো লাগছে।’

এ বিষয়ে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বলেন, ‘ঢাকা টাইমসসহ কয়েকটি গণমাধ্যমে ভূমিহীন বৃদ্ধা সুরুজা বিবির সংবাদ দেখে তাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দের উদ্যোগ নেই। ঈদের পর ঘর নির্মাণের কাজ শুরু হবে। সুরুজা বিবি ও তার ছেলের জন্য দুটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, ঈদের পর যতদিন পর্যন্ত ঘর নির্মাণের কাজ শেষ না হচ্ছে ততদিন যেনো বর্তমান ঠিকানা ছাড়তে না হয় সে জন্য বাড়ির মালিকের সঙ্গে কথা বলবেন তিনি। মানবিক কারণে যেন তাকে কিছুদিন থাকতে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :