বাড়তি ভাড়ায় ঢাকায় ফিরছেন উত্তরবঙ্গের মানুষ

প্রকাশ | ১৭ মে ২০২১, ১৪:০৬ | আপডেট: ১৭ মে ২০২১, ১৫:২৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ঈদের পর থেকে বাড়তি ভাড়ায় ঢাকায় ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডা থেকে ঢাকাগামী মাইক্রোবাস, পিকআপভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ঢাকা ফিরতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া।

সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে ছিল ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। ভেঙে ভেঙে যাত্রিবাহী বাস বা বিকল্প পরিবহনে উত্তরের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এই দুটি স্থানে এসে অবস্থান করছেন ঢাকাগামী পরিবহনের অপেক্ষায়। কিন্তু মিলছে না কাঙ্খিত যানবাহন। এসকল স্থান থেকে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবীরা।  এছাড়াও যানবাহনগুলোতে নেই স্বাস্থ্যবিধির বালাই। 

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মহাসড়কে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/পিএল)