চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৩৭ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০২১, ১৪:৪৭ | প্রকাশিত : ১৭ মে ২০২১, ১৪:৪৫

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৩৩৭টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের মেইন পিলারের কাছ থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে ৫৯ বিজিবি’র দুইটি টহল দল কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কিরণগঞ্জ সীমান্ত মেইন পিলার ১৭৯ এর গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারাবারীরা ছয়টি প্যাকেট ফেলে ভারতের পালিয়ে যায়। ওই প্যাকেটগুলো থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরণের ৩৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭০ হাজার টাকা।

লে. কর্নেল আরো জানান, সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এই অভিযান অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :