ভিক্ষুকের টাকা নিয়ে গেল ‘প্রতারক’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০২১, ১৫:৪০ | প্রকাশিত : ১৭ মে ২০২১, ১৫:০৩

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে আব্দুল করিম নামে এক ভিক্ষুক প্রতারণার শিকার হয়েছেন। এক লোক তার কাছ থেকে ভিক্ষার খুচরো টাকা নিয়ে পাশের দোকান থেকে টাকা এনে দিচ্ছেন বলে আর আসেননি।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আব্দুল করিম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। একজন ভাংতি টাকা নিয়ে পাশের দোকান থেকে টাকা এনে দিচ্ছেন বলে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে যান। এরপর আর ওই লোক আসেননি।

ভুক্তভোগী আব্দুল করিম বলেন, ‘ডাক বাংলোর সামনে ভিক্ষা করছিলাম। একজন আমার কাছে থেকে ভাংতি টাকাগুলা নিতে চান। আমি তাকে ভাংতি দুই হাজার ৬০০ টাকা দিলে তিনি পাশের কাপড়ের দোকান থেকে টাকা এনে দিচ্ছেন বলে চলে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষা করলেও তিনি আসেননি। আমার সব টাকা নিয়ে গেল। আমি আজ খাব কি।’

এই বলে কান্না শুরু করেন আব্দুল করিম।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, একজন ভিক্ষুকের টাকা প্রতারণা করে নিয়ে যাওয়া অমানবিক। ভিক্ষুক অভিযোগ করলে প্রতারককে ধরতে অভিযান পরিচালনা করা হবে।

(ঢাকাটাইমস/১৭মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :