স্বপ্নের ফুলমালা

প্রকাশ | ১৭ মে ২০২১, ১৬:১৪

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

তুমি যার নাম দিলে প্রেম

আমি তার সবই হারালেম,

তুমি যার নাম দিলে জ্বালা

আমি তাতে সবই পোড়ালেম-

ভাঙ্গা ঘাটে ভাঙ্গা নাও ভিড়ালেম।

তুমি যার নাম দিলে আশা

আমি তাতে দেখি আলেয়া,

তুমি যারে ব'লো ভালোবাসা

আমি তার চিতা জ্বালালেম-

দুরাশার হাতই শুধু বাড়ালেম।

তুমি যার নাম দিলে কামনা

আমি দেখি সেই ফুল কামিনী;

যেই রাতে ফোটালো সে কলি

আমার সে যাতনার যামিনী-

আমি শুধু ঝরা ফুলই কুড়ালেম।

তুমি যার নাম দিলে সাধনা

তা  আমার বিরহের বেদনা,

তুমি যাকে বলো মনোমণিকা

সে আমার রয়ে  গেলো  অচেনা;

পথচেয়ে অশ্রুই  ঝরালেম-

স্বপ্নেরই  ফুলমালা পরালেম।