যশোরে ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২১, ২০:১৮

যশোর সীমান্তবর্তী এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির টহল দল।

বিজিবির লে. কর্নেল সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটক অভিযানের অংশ হিসেবে এই অভিযান হয়। বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল ৯টায় বেনাপোল কোম্পানি সদরের আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চাঁচড়া বাস স্ট্যান্ড পুলিশ চেকপোস্টের পাশে যশোর থেকে বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। ভারতে পাচারের অভিনব কায়দায় তার প্যান্টের ভিতরে কোমরে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর বর্তমান দাম প্রায় ৬৭ লাখ টাকা।

আটক সুমন মিয়া (৩০), যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। এ সময় একই গ্রামের আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম পালিয়ে যান।

আটক আসামিদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :