বিরামপুরে দুই মাদক কারবারির কারাদণ্ড

প্রকাশ | ১৭ মে ২০২১, ২১:০১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে মাদক সংরক্ষণের অভিযোগে দিনাজপুরের বিরামপুরে মোছা. মণি (২৬) ও মনোয়ার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিরামপুর পৌর শহরের শান্তিনগর চকপাড়া মহল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি পৌর শহরের শান্তিনগর চকপাড়া মহল্লার বাসিন্দা। 

পরিমল কুমার সরকার জানান, সোমবার সকালে শান্তিনগর চকপাড়ায় মাদক বিক্রি হচ্ছে, এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে জেনে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মণিকে তিন পুরিয়া গাঁজা ও মনোয়ার হোসেনকে দুই পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও জানান, বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭মে/কেএম)