প্রতিষ্ঠান দ্রুত খুলতে শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২১, ২১:০৪
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব একথা জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহামারির মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা রয়েছে।

এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। টিকা আসছে যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।’

এদিকে চীন থেকে পাওয়া উপহারের টিকা বিভিন্ন মেডিকেল, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো সংস্কারকাজ শুরু হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গভর্নমেন্ট ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে অলরেডি ৪০টার মতো রিপেয়ার শুরু হয়ে গেছে।’

যত তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার নির্দেশনা আছে বলেও জানান সচিব।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরও বাড়ছে কি না সাংবাদিকরদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপাতত ছয় দিন আরও দেখবো, ভারতের অবস্থাও দেখছি তারপর সিদ্ধান্ত নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৭মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :