পদ্মা সেতু দেখা হলো না তুর্য-রউফের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২১, ২১:১১

ফরিদপুরের নগরকান্দায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার জয়বাংলা কৌরবালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তুর্য (২৪) ও রউফ (২৩)। তাদের বাড়ি নড়াইল জেলা সদর উপজেলায়। গুরুতর আহত সানের (২৪) বাড়িও একই এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল থেকে মোটরসাইকেলযোগে তুর্য, রউফ ও সান মাওয়া পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা দেন। পথে জয়বাংলা এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুর্য ও রউফ মারা যান। গুরুতর আহত সানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মুকসুদপুর থানায় রাখা হয়েছে। সেখান থেকে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, অ্যাম্বুলেন্সটিকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাজাহান চোকদার জানান, জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত সান (২৪) কে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :