মামলার পর গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক রোজিনাকে

প্রকাশ | ১৮ মে ২০২১, ০১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সরকারি নথি চুরির অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তারের বিষয়েটি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

ওসি বলেন, ‘রাত ৮টা ২০ মিনিটের দিকে করা মামলায় আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এই মামলায় একমাত্র আসামি তিনিই। কারণ তারা (স্বাস্থ্য মন্ত্রণালয়) আটক করে আমাদের হাতে দিয়েছে।’

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনই বলা যাবে না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সাংবাদিক রোজিনা ইসলামকে কখন আদালতে তোলা হবে এ বিষয়েও সঠিক তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে সোমবার  রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শিবলী আহমেদ উসমানী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন। শাহবাগ থানায় মামলা নম্বর ১৬।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে দায়ের করা মামলায় এই নারী সাংবাদিকের বিরুদ্ধে সরকারি গুরুত্বপূর্ণ নথি চুরি ও সরকারি তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/এআর/এসএস/জেবি)