সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশ | ১৮ মে ২০২১, ১১:০৬ | আপডেট: ১৮ মে ২০২১, ১২:২৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সূচকের পতনের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকে প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮০৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৮৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৫৯৩ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৭টির। কমেছে ২৪৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৩টির। কমছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ২২টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ ২৬ হাজার ৫৫২ টাকা।

(ঢাকাটাইমস/১৮মে/এসআই)