গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২১২

প্রকাশ | ১৮ মে ২০২১, ১১:১৫ | আপডেট: ১৮ মে ২০২১, ১১:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সেখানে এখন পর্যন্ত অন্তত ৬১ শিশুসহ ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ শ জন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে ছয়টি শেল ছোড়া হলে তা ইসরায়েলের সীমান্তের বাইরে পড়ে। এরপর ইসরায়েল ‘যেখান থেকে শেল ছোড়া হয়েছিল’ সেখানে ভারী গোলা বর্ষণ করে।

লেবাননে জাতিসংঘের ইনটেরিম ফোর্স সব পক্ষকেই ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলের জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননে ২২টির মতো বোমা ছুড়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের ৭৩৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটি জানিয়েছে, এর ফলে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে প্রতিজ্ঞা তা গুরুত্ব হারাবে।

(ঢাকাটাইমস/১৮মে/কেআই)