নাদালের হাতে উঠল ইতালিয়ান ওপেনের শিরোপা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৩:০৯
ইতিলিয়ান ওপেনের শিরোপা হাতে রাফায়েল নাদাল

বর্তমান সময়ের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে হারিয়ে রোমে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। সোমবার রাতে পুরুষ এককের ফাইনালে জকোভিচকে ৭-৫, ৬-১, ৬-৩ সেটে হারিয়ে দেন স্প্যানিশ তারকা নাদাল।

এদিন ম্যাচের শুরুতে দুজনেই ছিলেন নার্ভাস। প্রথম সেটে ৫-৫ পয়েন্ট সমতা থাকা অবস্থায় জকোভিচের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান নাদাল। এরপর দ্বিতীয় এবং তৃতীয় সেটে বাঁ-হাতি নাদালের সঙ্গে আর পেরে উঠেননি ডানহাতি জকোভিচ।

ইতালিয়ান ওপেনে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের এটি দশম শিরোপা। যদিও মুখোমুখি লড়াইয়েও এখনো এগিয়ে আছেন জকোভিচই। সোমবারের ম্যাচ নিয়ে মোট ৫৭ বার মুখোমুখি হয়েছেন বর্তমান সময়ের সেরা দুই তারকা।

পরিসংখ্যান বলছে, ৫৭ বারের লড়াইয়ে ২৯ বার জয় পেয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচ। এর বিপরীতে ২৮ বার জিতেছেন নাদাল। অর্থাৎ, জকোভিচকে আর মাত্র একবার হারালেই নাদালের সঙ্গে তার লড়াইটা হবে সমানে সমান।

ঢাকাটাইমস/১৮মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :