সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২১, ১৪:১৬ | প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৪:০১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। পাশাপাশি কমেছে উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক। এদিন দেশের দুই পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনশেষে দেশের ডিএসই গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির। কমেছে ১৬৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৪ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৮মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা: ক্যাব চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

এই বিভাগের সব খবর

শিরোনাম :