২৭ অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২১, ১৪:৩০ | প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৪:২৪

বাংলাদেশ পুলিশে কর্মরত ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতারকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা মহানগরীর (কেএমপি)’র অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকারকে কিশোরগঞ্জ জেলায়, নওগাঁ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদকে সুনামগঞ্জ জেলা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)‘র অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলমকে কিশোরগঞ্জ জেলায়, ঢাকার বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন ) অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদকে কুমিল্লা জেলায়, গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনকে গাজীপুর জেলায়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে খুলনা জেলায়, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিনকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিট অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলামকে ময়মনসিংহ জেলায়, রংপুরের আরআরএফের অতিরিক্ত পুলিশ সুপার মোসা. লিজা বেগমকে নীলফামারী জেলায়, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুসকে ঠাকুরগাঁও জেলায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে যশোর জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া হবিগঞ্জ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগরী পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথকে লক্ষীপুর জেলায়, খুলনা মহানগরী পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ঝালকাঠি জেলায়, বগুড়া জেলার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমানকে নওগাঁ জেলায়, লালমনিরহাট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে রাজশাহী জেলায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. আশরাফুল আলমকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

সিলেট মহানগরী পুলিশ (এসএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়কে মৌলভীবাজার জেলায়, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজালকে সিলেট জেলায়, রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহিমকে কুমিল্লা জেলায়, সিলেট জেলার জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে চাঁদপুর জেলায়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট জেলায়, বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনি নন্দীকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

তাদের সবাইকে আগামী ২৩ মের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় আগামী ২৪ মে থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

(ঢাকাটাইমস/১৮মে/এআর/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :