বিএসইসির চেয়ারম্যানকে ডিএসই’র অভিনন্দন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৭:৪৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে এক বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ডিএসই। বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারগণ বিএসইসিতে যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়৷ অভিনন্দন বার্তা তুলে দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ৷ এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান৷

অভিনন্দন বার্তায় ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন স্বল্পতম সময়ে পুঁজিবাজার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন৷ এই সময়ে কমিশন কর্তৃক বেশ কিছু ভালো উদ্যোগ বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের আস্থা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে৷ এতে করে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব লক্ষ্য করছি৷ এসময় পুঁজিবাজারের গুণগতমান এবং আকারের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনয়নে বিএসইসির আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান ডিএসই।

তিনি বলেন,স্টক এক্সচেঞ্জ প্রাইমারি রেগুলেটরি প্রতিষ্ঠান হিসাবে, দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারের স্বার্থে আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে এবং বাজারের উন্নয়নের জন্য কমিশনের সাথে একযোগে কাজ করবে৷

ডিএসই মনে করে, বাজারকে শক্তিশালী করতে কমিশন বর্তমানে যে গতিতে এগোচ্ছে তা বজায় রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সাথে যথাযথ সমন্বয় নিশ্চিত করে বাজারকে অধিকতর শক্তিশালীকরণের মাধ্যমে অদূর ভবিষ্যতে একটি প্রাণবন্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় ডেট মার্কেট প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা অনুযায়ী আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় শিগগির দেশের পুঁজিবাজার নতুন উচ্চতায় এবং সাফল্য অর্জন করবে

(ঢাকাটাইমস/১৮মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :